বার্সেলোনাকে রুখে দিল অলিম্পিয়াকোস

0
বার্সেলোনাকে রুখে দিল অলিম্পিয়াকোস

চ্যাম্পিয়নস লিগে নিজেদের ফিরতি লেগে বার্সেলোনাকে রুখে দিল অলিম্পিয়াকোস। ‘ডি’ গ্রুপের ম্যাচে গ্রিক ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আরনেস্টো ভালভের্দের দল। এ নিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অলিম্পিয়াকোসের মাঠে প্রথমবার খেলতে গিয়েই হোঁচট খেল বার্সা।

বার্সেলোনাকে রুখে দিল অলিম্পিয়াকোস

গতকাল মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে অবশ্য নিজেদের চিরচেনা ফুটবলই খেলেছে বার্সেলোনা। বল নিয়ন্ত্রণে রেখে বারবার আক্রমণে উঠে গেছে। সুযোগও পেয়েছে একাধিক। তবে তা কাজে লাগাতে পারেননি মেসিরা।

বার্সা প্রথম সুযোগ পায় ম্যাচের ২০ মিনিটে। এসময় ১৫ গজ দূর থেকে নেয়া মেসির জোরালো শটে আলতো টোকা দেন সুয়ারেজ। এতে বল সামান্য দিক বদল করলেও দারুণ ক্ষিপ্রতায় তা রুখে দেন স্বাগতিক গোলরক্ষক প্রোতো।

২৭ মিনিটে ফের সুযোগ পায় কাতালানরা। এবারো স্বাগতিকদের ত্রাতা গোলরক্ষক। এসময় আর্জেন্টাইন যুবরাজের নেয়া বিদ্যুৎ গতির শট পা দিয়ে ঠেকান তিনি। শেষ পর্যন্ত ০-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় বার্সা। একের পর এক আক্রমণে আলিম্পিয়াকোসকে ব্যতিব্যস্ত রাখেন মেসি-সুয়ারেজ। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণে তাদের আক্রমণগুলো ভেস্তে যায়। আর রক্ষণ ভেদ করা শটগুলো অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো অলিম্পিয়াকোস গোলরক্ষক।

এরই মধ্যে ম্যাচের ৮০ মিনিটে সবচেয়ে বড় সুযোগ পান সুয়ারেজ। মাঝ মাঠ থেকে মেসির বাড়ানো বল স্বাগতিক গোলরক্ষকের মাথার উপর দিয়ে তুলে দেন তিনি। তবে তা ক্রসবারে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া মেসির দুর্দান্ত আরেকটি শট ঠেকিয়ে বার্সাকে জয়বঞ্চিত করেন পুরা ম্যাচে দুর্দান্ত খেলা প্রোতো।

গেল আগস্টে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর এ প্রথম প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হলো বার্সেলোনা। তবে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে আছে অপরাজিত স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে