বাড়তি তিন সপ্তাহ সময় দেওয়া হলো ইভ্যালিকে

0
ইভ্যালি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে ছয় মাস সময় চাইলেও মাত্র তিন সপ্তাহেই মার্চেন্টদের কাছে দায়ের তথ্য দিতে ইভ্যালিকে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, তিন সপ্তাহ সময়ের বিভাজন তিনভাবে করা হয়েছে। যেমন, ক্রেতাদের কাছে ইভ্যালির দায় কত, সেটি সাত দিনের মধ্যে; মার্চেন্টদের কাছে দায় কত, সেটি তিন সপ্তাহের মধ্যে; আর সম্পদ ও দায় কত আছে, সেটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে জানাতে হবে ইভ্যালিকে।

জানা যায়, বর্তমান পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে মোট ৬ হাজার ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ এসেছে। এদের মধ্যে ৪ হাজার ১৪৫টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। অপেক্ষায় আছে ২ হাজার ৬১২টি অভিযোগ।

ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান জানান, ইভ্যালিকে যে সময় দেওয়া হয়েছে, জবাব দিতে এর চেয়ে বেশি সময় লাগার কথা না।
নির্দিষ্ট সময়ের মধ্যে করতে ব্যর্থ হলে কী হবে, সেটি জিজ্ঞেস করা হলে তিনি বলেন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে বক্তব্য চাইলে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল মন্তব্য করেন, ‘আমাদের কাছে আগে নোটিশ আসলে এরপর মন্তব্য করা যাবে।’