দিন কয়েক আগে আমির খান- কিরন রাও দম্পতির বিচ্ছেদে ঝড় উঠে বলিউডে। ১৬ বছরের সংসার জীবনের ইতি টানেন আমির খান। কিরণ আমিরের দ্বিতীয় স্ত্রী। সেই ডিভোর্সের গসিপ এখনও পুরনো হয়নি টুইটার, ফেসবুকে। এর আগে নতুন বোমা ফাটালেন কমল আর খান।
কমল আর নিজেকে দাবি করেন প্রযোজক-পরিচালক-অভিনেতা হিসেবে। এসবের চাইতে অন্যের সমালোচনায় বেশি মত্ত থাকতে পছন্দ করেন। আমিরের বিচ্ছেদের ব্যাপারে কমলের মত, সে (আমির) যখন কিরণকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন তার মনে হয়েছিল কেন আমির এমন সাধারণ চেহারার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে? আমির এখন একা। কমলের পরামর্শ, আবার বিয়ে করলে আমিরের উচিত হবে ক্যাটরিনা বা ফাতিমা সানা শেখ (দাঙ্গাল তারকা) এর মতোন সুন্দরী কাউকে বিয়ে করা।
আসল বিতর্ক শুরু হয় অন্য টুইটে। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্ক আগামী দশ বছরের ভেতর ভাঙবে, এমন ভবিষ্যদ্ববাণী করেন কমল। এতে ক্ষেপেছে প্রিয়াঙ্কার ভক্তরা। দশ বছর নয়, আগামী দশ দিনের মাঝে কমল মারা যাবে, এমন কড়া রিটুইট করেন কেউ কেউ।
টুইটের কমেন্ট বক্সে কমলকে ভালো হবার পরামর্শ দিয়েছেন অনেকে। কিন্তু, কমল দমবার পাত্র নয়। বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি, নইলে হজম হয় না পেটের খাবার।