বিদেশের মাটিতে ৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

0
বিদেশের মাটিতে ৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

আজ সোমবার ফ্লোরিডার লডারহিলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডিএল পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে ঘরে তুলল টাইগাররা।

এরআগে বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল ৯ বছর পর। এবার আরেকটি গেরো খুলল। ৬ বছর পর বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে স্রেফ ওড়ে যায় বাংলাদেশ। তবে মার্কিন মুলুকে গিয়ে বদলে যায় সাকিব বাহিনী। চোখ ধাঁধানো পারফরম্যান্সে টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিলেন তারা।

২০১২ সালে বাংলাদেশ দেশের বাইরে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল। আয়ারল্যান্ডে আইরিশদেরই ৩-০তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ধোলাই হলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ- ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ। এ নিয়ে দীর্ঘ ৯ বছর পর দেশের বাইরে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতেন সফরকারীরা।

বিদেশের মাটিতে বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০০৯ সালে। সেবার ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই করেছিল সাকিব বাহিনী। অবশ্য ক্যারিবীয়দের সেই দলটি ছিল খর্বাশক্তির।