বিপদে বন্ধুর পরিচয়-এমনি এমনি কি বলা হয়!

0
নেত্রকোনায় করোনায় অন্তঃসত্ত্বার মৃত্যু

তানভীর শাহরিয়ার রিমন

দেশজুড়ে ফের গণটিকাদান শুরু হইছে, সোমবার থেকে । এটা ভালো খবর ! মন খারাপ করা খবর হলো, করোনায় মৃত্যুতে শীর্ষ দশে ঢুকে পড়েছে বাংলাদেশ ।
টিকা তো দিতে হবে । ১৭০ মিলিয়ন মানুষ, কাজটা তাই অত সহজ না । তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি ,টিকাদানে বিশ্বের অনেক কুতুব কুতুব দেশ থেকে আমরা বহু ভালো করছি । প্রায় ৬ মিলিয়ন টিকা দেয়া হইছে । বর্তমানে মজুদ আছে প্রায় ৬ মিলিয়ন ।
তবে এই সংকটে ঠিকই বন্ধু চিনেতে পারছি আমরা । এক বন্ধু দেশ অগ্রিম টাকা নিয়া প্রতিশ্রুত টিকা দেয়নাই । আরেক বন্ধু দর-দাম ফাঁস করে দেয়ায় হুমকি দিছে, টিকা না দেয়ার । এরা তো ব্যবসায়ী । সারা বিশ্বে ব্যবসা করে বেড়ায়, দাম ফাঁস তাদের ব্যবসার ক্ষতির কারন হবে এটাই স্বাভাবিক । তাই তারা গোস্বা করতেই পারে । যদিও গোস্বা ভেঙ্গে তারা ২ মিলিয়ন টিকা ফ্রি দিয়েছে, এবং আরো ১৫ মিলিয়ন টিকা বিক্রী করতে সম্মতি জানিয়েছে শেষমেশ ।
তবে আশার খবর হলো আমাদের সত্যিকার বন্ধুদেশ জাপান
এই কঠিন সময়ে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা তাদের গাঁটের পয়সা খরচ করে কিনে উপহার হিসেবে ফ্রিতে দিচ্ছে আমাদের ! বিপদে বন্ধুর পরিচয়-এমনি এমনি কি বলা হয় !!!