বিরল রেকর্ড করলেন বেন স্টোকস!

0
বিরল রেকর্ড করলেন বেন স্টোকস

কার্ডিফে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিতে নামা মাত্রই মহেন্দ্র সিং ধোনিকে টপকে এক বিরল বিশ্বরেকর্ড গড়লেন বেন স্টোকস। দলের বাকি ১০ জন ক্রিকেটারের মিলিত মোট ম্যাচ সংখ্যা ও ক্যাপ্টেনের একার ম্যাচ সংখ্যার অনুপাতের নিরিখে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড গড়েন স্টোকস।

সম্প্রতি পাকিস্তান সিরিজের আগে বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় গোটা ইংল্যান্ড দলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়। পরিবর্তে একেবারে নতুন ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। একসঙ্গে একঝাঁক নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে হয় অস্থায়ী অধিনায়ক বেন স্টোকসকে। ম্যাচে ইংল্যান্ডের পাঁচ জন ক্রিকেটারের একসঙ্গে ওয়ান ডে অভিষেক হয়।

বেন স্টোকস কার্ডিফে খেলতে নামার আগে ক্যাপ্টেন ৯৮টি ওয়ান ডে খেলেছিলেন। দলের বাকি সব সদস্যের মিলিত ম্যাচ সংখ্যা ছিল ২৬। সুতরাং স্টোকস ও বাকি সকলের মিলিত ম্যাচ সংখ্যার অনুপাত ছিল ৩.৭৬৯। এক্ষেত্রে ক্যাপ্টেন একাই বাকিদের থেকে প্রায় চারগুন বেশি ম্যাচ খেলেছেন।

আগে এই রেকর্ড ছিল ধোনির। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিলেন ধোনি। সিরিজের প্রথম ম্যাচের আগে মাহি ওয়ান ডে খেলেছিলেন ২৭৫টি। দলের বাকি দশ জনের মিলিত ম্যাচ সংখ্যা ছিল মোট ৭৩টি। সুতরাং অনুপাত ছিল ৩.৭৬৭।