শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- তিন ধরনের ফরম্যাটেই রানের বন্যা বইয়ে দিচ্ছে বিরাট কোহলি। কলকাতা এবং নাগপুরের পর দিল্লিতেও করেছেন সেঞ্চুরি। টানা তিন টেস্টে সেঞ্চুরি করার পথে অসাধারণ এক কীর্তি গড়েছেন কোহলি। হাশিম আমলাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রান করার কীর্তি গড়েন এই স্টাইলিশ ব্যাটসম্যান।
আজ শনিবার দিল্লি টেস্টের প্রথম দিন শেষে ১৮৬ বল মোকাবেলা করে ১৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন কোহলি। ক্যারিয়ারের ২০তম টেস্ট সেঞ্চুরি করার পথে সাদা পোশাকের ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করেন বিরাট।
সবমিলিয়ে ৩৫০তম ইনিংসে ১৬ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন কোহলি। ৩৬৩ ইনিংসে ১৬ হাজার আন্তর্জাতিক রান করে এতদিন বিশ্বরেকর্ড দখলে রেখেছিলেন হাশিম আমলা। শনিবার এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে পেছনে ফেলে দেন কোহলি।
১৬ হাজার আন্তর্জাতিক রান করতে ব্রায়ান লারাকে খেলতে হয়েছে ৩৭৪ ইনিংস। কোহলিকে তুলনা করা হয় শচীন টেন্ডুলকারের সঙ্গে। ১৬ হাজার রান করতে মাস্টার ব্লাস্টারকে খেলতে হয়েছিল ৩৭৬ ইনিংস।
একইদিন আরেকটি কীর্তি গড়েছেন কোহলি। মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একই প্রতিপক্ষের বিপক্ষে এক বছরে ছয়টি সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে এটি কোহলির ষষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরি।
১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি তারকা ডেনমন্ড হায়েন্স। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬টি সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার। শনিবার এই দুজনের পাশে নিজের নাম যোগ করেন কোহলি।