বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় প্রোটিয়াদের

0
বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় প্রোটিয়াদের

প্রায় দুইবছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। শনিবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাভুমা বাহিনী।

গ্রেনাডা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ২৫ রানের ব্যবধানে হারায় সফরকারীরা।

এটি টেম্বা বাভুমার নেতৃত্বে এবং কোচ মার্ক বাউচারের অধীনে প্রথম সিরিজ জয়।

মার্করামের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি রান এবং ধারাবাহিক ডি ককের আরও একটি অর্ধশতকে দক্ষিণ আফ্রিকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজদের সামনে ১৬৪ রানের লক্ষ্য বেধে দেয়। শূন্য রানেই প্রথম ব্যাটসম্যান টেম্বা বাভুমা সাজঘরে ফিরলে দলের হাল ধরেন ডি কক ও মার্করাম। দ্বিতীয় উইকেটে তাদের ১২৮ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে যে কোনও উইকেটে সর্বোচ্চ। ডি কক ৪২ বলে ৬০ ও মার্করাম ৪৮ বলে ৭০ করে আউট হন।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ক্যারিবিয়রা ১৪৩/৯ এর বেশি সংগ্রহ করতে পারেনি। এভিন লুইসের ৫২ রান দলের হয়ে সর্বোচ্চ। লুঙ্গি এঙ্গিডি তুলে নেন ৩ উইকেট ও কাগিসে রাবাদার শিকার ২ উইকেট।

পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে।