বিশ্ব জনমত উপেক্ষা করে জেরুজালেমে দূতাবাস উদ্বোধনে যাচ্ছেন ইভাঙ্কা-কুশনার

0
ইভাঙ্কা-কুশনার

আগামী সপ্তাহে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে প্রতিনিধিদলকে তিনি পাঠাচ্ছেন, তাতে থাকছেন তার মেয়ে ইভাঙ্কা এবং উপদেষ্টা জামাই জ্যারেড কুশনার। হোয়াইট হাউস সূত্রে সোমবার এমনটাই জানা গেছে।সোমবার জেরুজালেমে দূতাবাস উদ্বোধনে ফিতে কাটতে তিনি নিজেই যেতে পারেন, প্রথমে এমন ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এপ্রিলের শেষে জার্মান চ্যান্সেলার আঙ্গেলা মার্কেলের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি ওই অনুষ্ঠানে যেতে পারেন।

শেষমেশ অবশ্য তা হচ্ছে না। সারা বিশ্বে সমালোচিত হলেও তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস খোলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি আমেরিকা। খুব অল্প সময়ের মধ্যে এই দূতাবাস গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে জেরুজালেমের বেশ কিছু প্রতিনিধিও থাকবেন।

জেরুজালেমের মেয়র নির বরকত এক বিবৃতিতে বলেছেন, ‘এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। এই ঐতিহাসিক মুহূর্তটা সত্যি করার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে। ইহুদিদের চিরকালের রাজধানী জেরুসালেম— গোটা বিশ্ব এখন সেই বিষয়টি বুঝতে শুরু করেছে।’

ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা করেন, ইসরাইলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরানো হবে। ইসরায়েল সে সিদ্ধান্তে স্বাগত জানালেও তীব্র আপত্তি জানান প্যালেস্টাইনিরা। মার্কিন দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের জন্য গোটা বিশ্বের কাছে আর্জি জানিয়েছে প্যালেস্টাইন।