বুলফাইটারকে দেহরক্ষী বানিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনাল্ডো

0
বুলফাইটারকে দেহরক্ষী বানিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনাল্ডো

জঙ্গিগোষ্ঠী আইএস একের পর এক হুমকি দিয়েছে রাশিয়া বিশ্বকাপ শুরুর আগেই। তাদের হুমকি পোস্টারে কখনও লিওনেল মেসি, কখনওবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি দেখা গেছে। স্বাভাবিকভাবেই যার কারণে এবারের বিশ্বকাপ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তাতেও বোধহয় সন্তুষ্ট হতে পারেননি রোনাল্ডো। পর্তুগাল অধিনায়ক তাই বিশ্বকাপে নিজের জন্য নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করে ফেলেছেন। রাশিয়ায় রোনাল্ডোর সঙ্গে দেখা যাবে এমন একজনকে, যিনি খালি হাতে ষাঁড়ের সঙ্গে লড়াই করে অভ্যস্ত।

নুনো মারেকস নামে পর্তুগালের এক বুলফাইটারকে দেহরক্ষী বানিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সিআর সেভেন! ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতা, সাবেক সেনাসদস্য, মিক্সড মার্শাল আর্টসে পারদর্শী। যিনি অবসর সময় রিংয়ে নামেন ষাঁড়ের মোকাবেলা করতে।

কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনাল্ডোর সঙ্গে নুনোকে দেখা গেছে। এবার সেই দেহরক্ষীকে সঙ্গে নিয়েই রাশিয়া বিশ্বকাপে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু কেন একজন বুলফাইটারকে বেছে নিলেন রোনাল্ডো?

পর্তুগাল অধিনায়কের এক বন্ধু জানিয়েছেন, রোনাল্ডো বুলফাইট দেখতে পছন্দ করেন। সেখানেই নুনোকে দেখে তার পছন্দ হয়েছে।

‘পর্তুগালে নুনোকে অনেক লড়াইয়ে দেখেছে রোনাল্ডো। ওর মনে হয়েছে, নুনোর মতো শক্তিশালী এবং লড়াকু লোক খুব কমই আছে। রোনাল্ডো জানে, নুনোর মতো কেউ পাশে থাকলে কারও পক্ষে সম্ভব হবে না ওকে কিছু করার। কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় নুনো ওর সঙ্গে ছিল। এবার বিশ্বকাপেও থাকবে,’ বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই বন্ধু।

পর্তুগাল বেশ আগেই তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিলেও রোনাল্ডো অনুশীলনে যোগ দিয়েছেন গত পরশু। এর আগে ছুটিতে থাকায় প্রস্তুতি ম্যাচে খেলেননি। তিনদিন আগেও তাকে দেখা গেছে মালাগায় বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ছুটি কাটাতে।