বৃষ্টির কারণে খুলনা এবং সিলেট এর ম্যাচ শুরু হচ্ছে না

0
বৃষ্টির কারণে খুলনা এবং সিলেট এর ম্যাচ শুরু হচ্ছে না

আজ বুধবার দুপুর ১টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামার কথা সিলেট সিক্সার্স। কিন্তু বৃষ্টির বাগড়ায় সময়মত বল মাঠে গড়াচ্ছে না।

বৃষ্টির কারণে খুলনা এবং সিলেট এর ম্যাচ শুরু হচ্ছে না

সাগরে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে মিরপুরে একটু বেশি। যে কারণে খেলা শুরু হতে দেরি। উইকেট তেরপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তবে আউটফিল্ডের বড় অংশে নেই কোনো কভার।

অদ্যাবধি পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তিন আছে সিলেট সিক্সার্স। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট ঝুলিতে পুরেছে খুলনা টাইটানস। তাদের অবস্থান চারে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।

চার ম্যাচে তিন জয় এক পরাজয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। তাদের অর্জন ছয় পয়েন্ট। ছয় নম্বরে আছে মিসবাহ উল হকের চিটাগং ভাইকিংস। চার ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে বন্দর নগরীর দলটি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে