রামোস, ভারানেরা ক্লাব ছেড়ে গেছেন। রোনালদো তো এখন পুরনো অতীত। বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে চেয়েও পারেননি মেসি। এতসবের ভীড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন করিম বেনজেমা। ২০২৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন ফ্রান্সের এই তারকা স্ট্রাইকার।
সর্বশেষ সিজনেই বেনজেমার সাথে রিয়াল মাদ্রিদের পুরনো চুক্তি শেষ হয়ে যায়। কিন্তু, লস ব্লাঙ্কোস যে তাদের সেরা তারকাকে ছাড়বে না তা জানতো সকলে। সত্যিও হলো সেটি। নতুন করে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন বেনজেমা। এতে নিশ্চিত হলো ২০২৩ পর্যন্ত সান্তিয়াগো বার্নাবুতে থাকছেন মাদ্রিদের নাম্বার নাইন।
রোনালদো যাবার পর রিয়াল মাদ্রিদের মেইন ম্যানে পরিণত হন করিম বেনজেমা। গত দুই মৌসুমে আস্থার প্রতিদান দিতে এতটুকু কার্পণ্য করেননি তিনি। আছেন দারুণ ছন্দে। সহজ গোল মিসের যে অপবাদ, সেটিও কাটিয়ে উঠে নেতৃত্ব দিচ্ছেন মাদ্রিদের আক্রমণভাগে।
২০০৯ সালে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিঁও থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন অবধি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাদা জার্সিতে ৫৬০ ম্যাচ খেলেছেন বেনজেমা। ২৮১ গোল করে পর্যন্ত রিয়াল মাদ্রিদের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা তিনি।