বেরিয়ে আসলো অস্ট্রেলিয়ায় খেলা না দেখানোর কারণ

0
বেরিয়ে আসলো অস্ট্রেলিয়ায় খেলা না দেখানোর কারণ

বাংলাদেশের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজ দেখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের আকুতির পর সামনে আসে বিষয়টি। জানা যায়, অস্ট্রেলিয়ায় সম্প্রচারিত হচ্ছে না সিরিজ। ৩০ বছর পর জাতীয় দলের ম্যাচ দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়ায়। অজি মিডিয়া ‘সিডনি মর্নিং হেরাল্ড’ খুঁজে বের করেছে সম্প্রচার না হওয়ার পেছনের কারণ।

সিরিজটি সম্প্রচারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান বিসিবি মারফত দুইবার প্রস্তাব দিলেও আগ্রহ দেখায়নি বিদেশ থেকে অস্ট্রেলিয়ায় খেলা সম্প্রচার করা প্রতিষ্ঠান ‘ফক্সটেল’। এক পর্যায়ে উল্টো সিরিজ সম্প্রচারের জন্য টাকা দাবি করে বাংলাদেশি প্রতিষ্ঠানের কাছে।

সিরিজ সম্প্রচার না করার পেছনে অলিম্পিককে কারণ হিসেবে দেখায় ফক্সটেল। তাদের মতে, অলিম্পিক সূচির সাথে সাংঘর্ষিক হয়ে যায় ক্রিকেট সিরিজটি। এছড়া, মূল দলের প্রায় আটজন তারকা খেলোয়াড় না থাকায় মানুষের আগ্রহ থাকবে না, এমন শঙ্কা পোষণ করে অজি চ্যানেলগুলো।

সিডনি মর্নিং হেরাল্ড জানায়, ‘ফক্স স্পোর্টস’-এ ফিড পাঠানো বাবদ খরচ দাবি করে ফক্সটেল। তাতে রাজি হয়নি স্বত্ব পাওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান। সিরিজ শুরুর দুইদিন আগে ফের প্রস্তাব পাঠায়। এবার টাকা না চাইলেও শর্ত দেয় সম্প্রচার বাবদ কোনো অর্থ দিতে পারবে না বাংলাদেশি প্রতিষ্ঠানকে। স্বভাবতই ফ্রি-তে দেখানোর অনাহূত আবদার মানেনি বাংলাদেশ। শেষ হয় অস্ট্রেলিয়ায় সিরিজ দেখানোর সম্ভাবনা।