ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি বিমান হামলায় একটি মসজিদ ধ্বংসের খবর পাওয়া গেছে। আরবি টিভি চ্যানেল আল-মাসিরাকে উদ্ধৃত করে তেহরানভিত্তিক পার্সটুডে এ খবর জানিয়েছে। সিরওয়াহ জেলার মসজিদটি বোমা মেরে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। সৌদি হামলার একটি ভিডিও চিত্রও প্রকাশ করা হয়েছে।
এর আগে শনিবার সা’দা প্রদেশের রাজিহ জেলার একটি মসজিদসহ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিমান হামলা চালায় সৌদি আরব। আল-মাসিরা টিভি চ্যানেলের ভিডিওতে দেখা গেছে, একটি মসজিদ পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। সা’দা প্রদেশের সাহার জেলাতেও হামলা হয়েছে। এর ফলে অন্তত দুই জন আহত হয়েছে।
২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত বহু মসজিদ ধ্বংস হয়েছে। এ সময়ে নিহত হয়েছে অন্তত ১৩ হাজার ছয়শ’ ইয়েমেনি। এছাড়া দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।