ব্যস্ত সময় পার করছেন নড়াইল এক্সপ্রেস

0
ব্যস্ত সময় পার করছেন নড়াইল এক্সপ্রেস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ব্যস্ত সময় পার করলেন টানা তিন দিন। নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফির হাত ধরে গড়ে ওঠা ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে ব্যস্ত ছিলেন তিনি।

ব্যস্ত সময় পার করছেন নড়াইল এক্সপ্রেস

গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় নড়াইল এক্সপ্রেস অফিসে আনুষ্ঠানিকভাবে তাকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তরিকুল ইসলাম অনিককে জেনারেল সেক্রেটারি করে ১৯ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।
দুপুরে নড়াইল চৌরাস্তায় দিকনির্দেশনামূলক অ্যারো সাইনের উদ্বোধন করেন মাশরাফি। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সিদ্দিকুর রহমান, নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ ও নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুব সমাজকে আয়মূলক কাজে জড়িত হওয়ার ব্যাপারে ‘ইয়ুথ ফর চেঞ্জ’ সেমিনারে বক্তব্য দেন মাশরাফি। বুধবার সন্ধ্যায় ফাউন্ডেশনের কার্যালয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। ‘রংপুর রাইডার্সে’র পক্ষ থেকে উপহার পাওয়া অ্যাম্বুলেন্স সেবা, ফ্রি ওয়াইফাই সেবারও উদ্বোধন করেন তিনি। সভায় তার নেতৃত্বে বিপিএল শিরোপা জেতায় প্রশংসা করা হয় তাকে এবং তার চাওয়া পূরণে একটি অ্যাম্বুলেন্স প্রদান করায় ধন্যবাদ জানানো হয় রংপুর রাইডার্সকে।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা, উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এলাকা করা, আইসিটি শহরে রূপান্তরিত করা এবং প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে বিনোদনবান্ধব শহর করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে