ব্রিটিশ জাহাজে রাশিয়ান জাহাজের হামলা

0

যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়েছে রাশিয়ান নৌবাহিনী। এইচএমএস ডিফেন্ডার নামের ওই জাহাজটি কৃষ্ণসাগর দিয়ে জর্জিয়া যাচ্ছিল। গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে যুক্তরাজ্য সরকার এ ঘটনা অস্বীকার করেছে।

খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার কাছাকাছি এলাকায় রাশিয়ার ২০টি এয়ারক্রাফট ও কোস্টগার্ডের দুটি জাহাজ ব্রিটিশ ওই জাহাজটির পিছু নিয়েছিল।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ার উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ব্রিটিশ ওই যুদ্ধজাহাজটির পথে তাদের টহল জাহাজ গুলি ছুঁড়েছে এবং যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে। সতর্ক করতে এসব করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।