টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সাথে যুব তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে প্রতারণা করেছিল একটি চক্র। সম্প্রতি সেই চক্রের সন্ধান মিললো সোশ্যাল মিডিয়ায়। সন্ধান দিলেন অভিনেত্রী খোদ। ভুয়া এই প্রলোভন থেকে ভক্ত-অনুরাগীদের সতর্ক করে বার্তা দিলেন শুভশ্রী।
পোস্টটির স্ক্রিনশট নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে সতর্ক করেন শুভশ্রী। লিখেছেন, ‘ভুয়া পোস্ট অ্যালার্ট! দয়া করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টটি উপেক্ষা করুন এবং শেয়ার করা থেকে বিরত থাকুন’।
ভারতীয় সংবাদমাধ্যমকে এই তারকা জানান, ‘তৃণমূল কংগ্রেসের নামে তৈরি করা গ্রুপটি ভুয়া। এটা কেনো করেছে সেই বিষয়ে কোনো ধারনা নেই’। সেইজন্য ভক্তদের সতর্ক করে দিলেন শুভশ্রী।
প্রসঙ্গত, অল ইন্ডিয়া যুব তৃণমূল কংগ্রেস সোশ্যাল নেটওয়ার্ক সাপোর্টার্স নামে একটি গ্রুপ থেকে শুভশ্রীর ছবি ব্যবহার করে কাজের সন্ধান দেওয়া হয়। সেখানে তারা লেখেন, ‘সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য ইনকাম এর সুযোগ’।