ভারতকে পাকিস্তানের যুদ্ধের হুমকি

0
খাজা মুহাম্মাদ আসিফ

ভারত যদি সীমান্তে ভারী অস্ত্রের ব্যবহার ও যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে দুই প্রতিবেশীর মধ্যে তা বড় ধরনের যুদ্ধের পথ খুলে দিতে পারে’ বলে আভাস দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ। রাজধানী ইসলামাবাদে সোমবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
খাজা মুহাম্মাদ আসিফ
খাজা আসিফ বলেন, শান্তিপূর্ণভাবে কাশ্মির সংকট সমাধানের জন্য ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ শরীফ) সমস্ত কূটনৈতিক উপায় কাজে লাগবে। তবে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে পাকিস্তানি সেনারা তা মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে সক্ষম।

রবিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ কাশ্মিরি নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন খাজা আসিফ।তিনি বলেন, গত দুদিনে কাশ্মিরে নজিরবিহীন সহিংসতা হয়েছে। গত দু’বছরে কাশ্মিরে স্বাধীনতার দাবিতে ৫২০ জন নিহত ও নয় হাজারের বেশি আহত হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, শুধু কাশ্মিরে নয় বরং মায়ানমার ও ফিলিস্তিনেও মুসলমানদের রক্ত ঝরছে। এ অবস্থায় মুসলিম দেশগুলো কাশ্মির ইস্যুতে পাকিস্তানের সঙ্গে থাকবে বলে আশা করেন খাজা আসিফ।