ভারতের কাছে বড় ব্যবধানে হারলো আয়ারল্যান্ড

0
ভারতের কাছে বড় ব্যবধানে হারাল আয়ারল্যান্ড

ভারতের কাছে ১৪৩ রানের বড় ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। ভারতের সর্বোচ্চ রান ব্যবধানে জয়ের রেকর্ড এটিই। এই জয়ের ফলে ভারত সবচেয়ে বেশি রানে টি-টোয়েন্টি জেতার রেকর্ডের তালিকায় পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে উঠে এল। এই তালিকার শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল লঙ্কানরা।

আয়ারল্যাল্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ২১৪ রানের টার্গেট দেয় ভারত। সেখান থেকে ১২.৩ ওভারে মাত্র ৭০ রানে অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড। কোনো আইরিশ ব্যাটসম্যানই ২০ রানের ঘরে পৌঁছতে পারেননি। ভারতের হয়ে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন চাহাল। ২.৩ ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। দুটি উইকেট এসেছে উমেশ যাদব।

ভারতের লোকেশ রাহুল ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছেন। ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’-এর খেতাব জিতেছেন যুবেন্দ্র চাহাল।

প্রথম ম্যাচের মত শুক্রবারও টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। রাহুল-রায়নার ব্যাটে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে আবার ২০০ রানের গন্ডি পার করে ভারত। আগের ম্যাচে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা রান পেয়েছেন। শুক্রবার ভারতের স্কোরবোর্ডকে ২০০ পার করান রাহুল, রায়না, পান্ডিয়ারা।