গত ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহনের মাধ্যমে ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে আধিষ্ঠ হলেন রামনাথ কোবেন্দ।
বিজেপির এই প্রার্থীর মোট ভোট সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৫৮৫, যা মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ।
অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী মীরা কুমার পেয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৯৪ ভোট।
প্রণব মুখার্জীর পর বর্তমান মোদী সরকারের আমলেই ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
গত মঙ্গলবার দেশটির জাতীয় সংসদের সেন্ট্রাল হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস খেহর শপথবাক্য পাঠ করান।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা।
উক্ত শপথ অনুষ্ঠানেই দেশের ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন চতুর্দশ রাষ্ট্রপতি। জানালেন, দেশে অনেক ধর্ম,বর্ণ ও জাতির মানুষ বাস করেন। কিন্তু, তাদের মধ্যে ঐক্য কমে এসেছে।সকলের মাঝে সুদৃঢ় ঐক্য তৈরি করাই হবে তার অন্যতম উদ্দেশ্য।
শপথ অনুষ্ঠান শেষ হলে নতুন রাষ্ট্রপতি যাত্রা করেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে।