যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ভারতের রাজস্থানে এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার রাজস্থানেরে সাওয়াই মাধোপুর জেলার দুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থেল পুলিশ পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।