ভূমধ্যসাগরে উদ্ধার বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসী ইতালি পৌঁছাল

0
ভূমধ্যসাগরে উদ্ধার বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসী ইতালি পৌঁছাল

ইতালির সিসিলি দ্বীপের ট্রাপানি বন্দরে নোঙ্গর করেছে তিউনিসিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার করা বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি জাহাজ। উদ্ধারের প্রায় এক সপ্তাহ পর গত শনিবার জাহাজটি ইতালিতে পৌঁছায়। খবর বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, অভিবাসন প্রত্যাশী বহন করা জাহাজটিতে থাকা বেশিরভাগ মানুষ মরক্কো, বাংলাদেশ, মিসর ও সিরিয়ার বাসিন্দা। জার্মানির বেসরকারি উন্নয়ন সংস্থা সি ওয়াচ পরিচালিত জাহাজটি নোঙ্গরের সময় তাদের হাততালি দিতে দেখা গেছে।

এসময় অনেক অভিবাসনপ্রত্যাশী হাত নেড়ে ইউরোপ পাড়ি দেওয়ার স্বপ্ন সফল হওয়ার আনন্দ প্রকাশ করেন। একজনকে দেখা যায় ডেকে বসে একটি প্ল্যাকার্ড উচিয়ে ইউরোপ প্রবেশের মুহূর্ত উদযাপন করতে। প্ল্যাকার্ডটিতে লেখা ছিল ‘ইতালি ভালো’।

রয়টার্স জানায়, ভূমধ্যসাগর সাগর থেকে উদ্ধার করে ইতালিতে আনা এসব অভিবাসনপ্রত্যাশীকে এখন অন্য একটি জাহাজে কোয়ারেন্টাইনে রাখা হবে। সেখানে দুই সপ্তাহ থাকবেন সকলে। সতকর্তার অংশ হিসেবে সকলকে সবার করোনা পরীক্ষার আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহের রবিবার সি ওয়াচ ও ইউরোপীয় দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানি পরিচালিত জাহাজ ওশ্যান ভাইকিং ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবাহী একটি কাঠের নৌকা থেকে মোট ৩৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। এরপর থেকে জাহাজটি ইতালিতে নোঙ্গর করার চেষ্টা করছিলো।