গতকাল বুধবার ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরে বিস্ফোরনে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে শতাধিক লোক।
এ তথ্য ইরাকি পুলিশের বরাতে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, একটি মসজিদে বিস্ফোরক দ্রব্য রাখা ছিল। সেগুলো গড়িতে ওঠানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এতে একটি গাড়ি ও ভবন ধ্বংস হয়ে গেছে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, বিস্ফোরক দ্রব্য সরানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনার তদন্ত চলছে।
এর আগে, ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছিল, এই ঘটনা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।