মক্কায় মোহাম্মদ সালাহ’র নামে মসজিদ নির্মাণের প্রস্তাব

0
মোহাম্মদ সালাহ

মিশরের ফুটবল সুপারস্টার মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে চলতি মৌসুমে ইতিমধ্যেই ৪৩ গোল করেছেন। এরপরেই ফুটবলবিশ্বে মেসি-রোনালদোর সঙ্গে উচ্চারিত হচ্ছে এই মুসলিম ফুটবলারের নাম।

এবার মক্কার স্থানীয় প্রশাসনের সহসভাপতি ফাহাদ আল-রোকি সালাহর নামে পবিত্র নগরী মক্কায় মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছেন। ফাহাদ আল-রোকি বলেছেন, “সালাহর নামে মক্কায় মসজিদ নির্মান করা হবে। এজন্য জমি অধিগ্রহণের নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে।” খবর ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট এবং স্পোর্টস বাইবেলের।

উল্লেখ্য, প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) এর ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মোহাম্মদ সালাহ নির্বাচিত হয়েছেন।