গেল বছরের শেষ দিকে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। কিন্তু জাতীয় দলের জার্সিতে অনেকটাই বিবর্ণ। পুরনো সাকিবের রঙে রাঙাতে পারছেন না ভক্তদের। প্রত্যাবর্তনের পর থেকে বেশ মলিন বিশ্বসেরা অলরাউন্ডার।
হতাশা কাটানোর সুযোগ চলমান জিম্বাবুয়ে সিরিজে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।মুখোমুখি বাংলাদেশ। মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব।
ব্যাটিংয়ে নামার আগে সুযোগ ছিল তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান স্পর্শ করার। কিন্তু ১৯ রানে আউট হয়ে যাওয়ায় অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় ম্যাচ পর্যন্ত।
তবে বল হাতে সুযোগ রয়েছে একক শীর্ষস্থান দখলের। আর মাত্র ২ উইকেট পেলে ওয়ানডে ক্রিকেটে সাকিব ছাড়িয়ে যাবেন মাশরাফি বিন মুর্তজাকে। ২৭০ উইকেট নিয়ে একদিনের ক্রিকেটে মাশরাফির দখলে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা। ২৬৯ উইকেট নিয়ে ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব আল হাসান।
তবে মাশরাফির চেয়ে ম্যাচ সংখ্যা কম সাকিবের। ২৭০ উইকেট পেতে মাশরাফি খেলেছেন ২২০ ম্যাচ, হারারেতে সাকিবের আজ ২১৪ তম অংশগ্রহণ। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ২ উইকেট পাওয়া কঠিন কিছু নয়।