মাঠের বেহাল দশা ঢাকতে ব্যাবহার করা হয়েছে রং ও বালি, ফাইনালের আগে আবারো বিতর্কিত কোপা

0
মাঠের বেহাল দশা ঢাকতে ব্যাবহার করা হয়েছে রং ও বালি, ফাইনালের আগে আবারো বিতর্কিত কোপা

১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল। মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। এর আগেই ফের বিতর্কি। এবার কোপার মাঠের অবস্থা নিয়ে আঙুল তুললেন সমালোচকরা। মাঠে রঙ করার অভিযোগ উঠল। সেই প্রমাণ হাতে নাতে পাওয়া গেছে। টিভি ক্যামেরায় যাতে মাঠ দেখতে ভাল লাগে সেই কারণে মাঠের মধ্যেই বালি ফেলা হয়েছে এবংরং করা হয়েছে। ফলে আয়োজকদের দিকে উঠছে আঙুল। তবে আয়োজকরা জানাচ্ছেন, মাঠ প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। তাই এই পথ বেছে নেওয়া হয়েছে।

৬ জুলাই কোপার প্রথম সেমিফাইনালে স্যান্টোস স্টেডিয়ামে খেলতে নেমেছিল ব্রাজিল ও পেরু। যেখানে ব্রাজিল ১-০ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট পাকা করেছে। ম্যাচের মধ্যে যতবারই মাঠে পড়েছেন খেলোয়াড়রা, ততবারই দেখা গেছে জার্সিতে লেগে গেছে সবুজ রং। ধারণা করা হচ্ছিল, বৃষ্টির কারণে হয়তো ঘাসের রং লেগেছে জার্সিতে। কিন্তু ঘটনা আসলে ভিন্ন। ফক্স স্পোর্টস ব্রাজিল তাদের অফিসিয়াল টুইটার প্রোফাইলে জানিয়েছে, মূলত ঘাসের নিচে মাঠের দূর্দশা ঢাকার জন্য সবুজ রং ও বালি ব্যবহার করেছে কর্তৃপক্ষ। যা বারবার লেগেছে নেইমারদের জার্সিতে। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস থেকে দাবি করা হয়েছিল, ‘আজকের মাঠের অবস্থা দেখুন। দূর থেকে দেখতে খুবই সুন্দর। কিন্তু এটা ভুল বার্তা। কাছ থেকে দেখলে মাঠের মধ্যে অনেক সবুজ রং ও প্রচুর বালি দেখা যাচ্ছে। নিজেরাই দেখে নিন।’ ম্যাচ শেষে নেইমারের একটি ছবি দিয়ে নিজের দাবি প্রমাণও করে দিয়েছেন আলমেইরা। যেখানে দেখা যাচ্ছে, সবুজ রঙ নেইমারের জার্সির হাতার পাশে লেগে রয়েছে।

এছাড়া ম্যাচ শেষে স্বাগতিক নেইমার নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন মাঠের ব্যাপারে। মাঠ ভালো হলে খেলা আরও সুন্দর হতো বলে মনে করেন নেইমার। আয়োজকদের পক্ষ নিয়ে অনেকেই জানাচ্ছেন প্রস্তুতির যথাযথ সময় পাওয়া যায়নি। তাই এই অবস্থা। কেননা এবারের কোপা মূলত হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্তিনায়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একদম শেষ মুহূর্তে এটি চলে গেছে ব্রাজিলে।