মারাদোনা কাপে খেলবে আর্জেন্টিনা-ইতালি

0
মারাদোনা কাপে খেলবে আর্জেন্টিনা-ইতালি

লাতিন ফুটবল মানেই সৌন্দর্যের হুল ফোটানো। জোগো বোনিতার ব্রাজিলিয়ান ছন্দ, আর্জেন্টাইন মোহে মাতোয়ারা বিশ্ব ফুটবলের ভক্তরা। সর্বকালের সেরার তর্কে পেলে মারাদোনা, দুইজন লাতিনের। সেই তালিকায় জোরেশোরে উচ্চারিত হয় যে মেসির নাম, তিনিও লাতিন।

ফুটবলের পাওয়ার হাউজ বলা হয় ইউরোপকে। গতির সাথে নিখুঁত সৌন্দর্য আর ফুটবলীয় স্কিলের বহিঃপ্রকাশ বর্তমান সময়ে ইউরোপকে এগিয়ে রেখেছে লাতিনের চেয়ে। ২০০২ এর পর সর্বশেষ চার বিশ্বকাপ গেছে ইউরোপে।

ইউরোপিয়ান অঞ্চলের সেরার লড়াই ইউরো, লাতিনের কোপা আমেরিকা। এবার একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় প্রশ্নটা ফের এসেছে ঘুরেফিরে। লাতিন না ইউরোপ, কে এগিয়ে? প্রশ্নের সাময়িক সমাধানের পথ বাতলে দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ওলে’। প্রস্তাবনা রেখেছে লাতিন ও ইউরোপের দুই সেরা দলকে নিয়ে ম্যাচ আয়োজনের।

ইউরোপের চ্যাম্পিয়ন এখন ইতালি, লাতিন কাঁপছে মেসির আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বের জ্বরে। দুই দেশে সমান জনপ্রিয় প্রয়াত কিংবদন্তি দিয়াগো মারাদোনা। ওলের প্রস্তাব মারাদোনার নামে হোক ম্যাচ, ‘মারাদোনা সুপার কাপ’।

এরই মধ্যে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ইউরোপ ও কনমেবলের নেতারা। মারাদোনার নামে হোক বা না হোক, বড়ো বড়ো বার্তা সংস্থাগুলোর মতে, এই ম্যাচ মাঠে গড়াবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।