মাশরাফি এখন তাসকিনের ‘উকিল বাবা’

0
মাশরাফি এখন তাসকিনের 'উকিল বাবা'

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে সকালে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। সফরের হতাশা, দীর্ঘ ভ্রমণ আর ক্লান্তি ভুলে ওই রাতেই হুট করে বিয়ের পিঁড়িতে বসেন এই পেসার। জানা গেছে, বিয়েতে তাসকিনের ‌’উকিল বাবা’ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি এখন তাসকিনের 'উকিল বাবা'

তাসকিনের স্ত্রী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগে অনার্স করছেন। তাসকিনও পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক তাদের মধ্যে। গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়।

বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছিলেন তাসকিন। কিন্তু দেশে ফিরেই বিপিএলে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তাই তাসকিনের বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি জাতীয় দলে তাসকিনের অনেক সতীর্থরাই। শুধু ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবার এবং তামিম ইকবাল।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে