সম্প্রতি মিলন মাহমুদ রবির কথায় আশরাফ বাবুর সুর ও সংগীতে ‘ছলনার সাথে ভাব করে’ শিরোনামের একটি গান গাইলেন অপু আমান। গানটির রেকডিং শেষে অপু গণোমাধ্যমকে বলেন, একটা ভিন্ন রকম বিরহ প্রেমের গান গেয়েছি। গানের কথায় আধুনিকতার ছোঁয়া পুরাটাই। কম্পোজিশনও ভালো লেগেছে। গানটি শ্রোতাদের অবশ্যই মন কাড়বে। সবার মুখে মুখে থাকবে বলে আশা করছি। এর বড় একটা কারণ, গানটিতে সুর ও সংঙ্গীতায়োজন করেছেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু ভাই।
গানটির বিষয়ে মাহমুদ রবি বলেন, আমার লেখা কয়েকটি গানের কাম্পোজিশন করছেন বাবু ভাই। এর মধ্যে ‘ছলনার সাথে ভাব করে’ গানটি আগে তৈরি করেছেন। রবি আরো জানান, বর্তমান সময়ের সাথে মিল রেখে গানটির কম্পোজিশন হয়েছে। সময়ের সাথে শ্রোতাদের রুচির মিশ্রণ ঘটানো হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। শ্রোতাদের ভালোবাসা পেলে আরো অনেক গান উপহার দিতে চেষ্টা করবেন বলে জানান গানটির গীতিকার।
গানটির কথাগুলো ভালো। প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা। গানটি শুনে দর্শকদের ভালো লাগবে বলে জানান, গীতিকার ও সুরকার আশরাফ বাবু। তিনি বলেন, এ গানের মধ্য দিয়ে মাহমুদ রবির শুভ সূচনা হোক।
গানটির মিউজিক ভিডিওটিতে আল মাসুম সবুজের পরিচালনায় মডেল হয়েছেন লাবন্য নিধি। জানা গেছে খুব শিগগিরি ইউটিউব ভিত্তিক চ্যানেল ‘নগর টিভি’তে গানটি মুক্তি পেতে যাচ্ছে।