মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

0
মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

রণবীর সিংয়ের সঙ্গে জীবনের ইনিংসে জুটি বাঁধার দু’বছর হলো দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি বলিপাড়ার হেভিওয়েট এই দম্পতিকে দেখা গেছে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে। তার উপর দীপিকা পরছেন ঢিলেঢালা পোশাক। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে লোকে।

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, এমন গুঞ্জন এখন বিটাউনে। দীপিকা বা রণবীর কেউ মুখ খোলেননি এই বিষয়ে। তারা চুপ থাকলেও চুপ থাকতে বয়েই গেছে লোকের।

তাদের মন্তব্য, করোনার ফলে কাজ ছাড়া বের হন না দীপবীর জুটি। তাহলে হঠাৎ হাসপাতালে কেনো! কেনইবা দীপুর ঢিলেঢালা পোশাক!

আপাতত ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের পাঠান এবং হৃত্বিক রোশানের ফাইটার ছবিতে দেখা যাকে তাকে। এছাড়া পরিচালক শকুন বাত্রার একটি সিনেমায় কাজ করছেন তিনি।

দীপিকা সন্তান সম্ভবা, এহেন গুঞ্জন আগেও উঠেছিল। ভক্তদের অবশ্য বর্তমান গুঞ্জন নিয়ে রাজ্যের আগ্রহ। প্রিয় তারকাদের চুপ করে থাকা বরং তাদেরকে উস্কে দিচ্ছে।