নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নেই মোহাম্মদ মিঠুন। অন্যদিকে ক্রমাগত ব্যর্থতার পরেও আছেন সৌম্য সরকার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই মিঠুন। ব্যর্থতা ঝেড়ে এই সিরিজে ভালো করবে সৌম্য, এমনটি বিশ্বাস তার।
নান্নু বিশ্বাস করেন, নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতবে টাইগাররা। সেপ্টেম্বরের ১ তারিখ মাঠে গড়াবে কিউইদের সাথে প্রথম ম্যাচ। সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অজিদের মতো কিউই সিরিজেও নিজেদের আধিপত্য দেখতে চান নান্নু।
অজি সিরিজে না থাকলেও আসন্ন মুশফিক-লিটনের ফেরা বাড়তি শক্তি জোগাচ্ছে স্বাগতিকদের। বোলিংয়ে বাড়তি অপশন লেগ স্পিনার আমিনুল ইসলাম। ধারাবাহিক ব্যর্থতার পরেও নিউজিল্যান্ড সিরিজের দলে আছেন সৌম্য সরকার। অথচ কোনো ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ মিঠুন।
সেপ্টেম্বরের ১০ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। তার আগে কিউই সিরিজের ২/৩ ম্যাচ দেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। সব কিছু ঠিকঠাক থাকলে এই সিরিজের ১৯ জনের সাথে যোগ দেবেন ইঞ্জুরি থেকে ফেরা তামিম ইকবাল, এমন আভাস দিলেন প্রধান নির্বাচক।