কো ওয়া লোন এবং কায়াও সোয়ে ও নামের রয়টার্সের ওই দুই সাংবাদিককে মঙ্গলবার সন্ধ্যায় ইয়াঙ্গনের উপকন্ঠে গ্রেফতার করলেও মিয়ানমার সরকার বুধবার এ তথ্য প্রকাশ করেছে।

জানা যায় রোহিঙ্গাদের নিয়ে সংবাদ প্রকাশ করার জেরে মিয়ানমারে এই দুই রয়টার্সের সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
এইদিকে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙের দায়ে দুই সাংবাদিকের সঙ্গে এক পুলিশ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।
রয়টার্স জানায়, তাদের দুই রিপোর্টারকে মঙ্গলবার সন্ধ্যায় ডিনারের কথা বলে ডেকে নিয়ে পুলিশ গ্রেফতার করেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে সংবাদ সংস্থাটির এডিটর ইন চিফ স্টেফেন জে.অ্যালডার বলেছেন, রোহিঙ্গদের নিয়ে কাজ করায় তাদের গ্যেফতার করেছে সরকার। এটা স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ।
তিনি গ্রেফতারকৃত ওই সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। দুই সাংবাদিককে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর আওতায় গ্রেফতার করা হয়েছে বলা জানা গেছে।
১৯২৩ সালে প্রণিত ওই আইনের আওতায় আটক ব্যক্তি দোষি সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে।
মিয়ানমার দিন দিনই সংবাদপত্রের স্বাধীনতার ওপর খড়গহস্ত হচ্ছে। বিশেষ করে প্রভাবশালী সামরিক বাহিনী নিয়ে কোনও সংবাদ, প্রতিবেদনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে মিয়ানমার।
স্থানীয় কয়েকটি খবরে বলা হচ্ছে, ওই দুই সাংবাদিকের কাছে সামরিক প্রতিবেদন এবং উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি মানচিত্র পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মাসেও তুস্কের দুই সাংবাদিককে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছে মিয়ারমার।














