মুক্তি পেল রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি-র ট্রেলার

0
মুক্তি পেল রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি-র ট্রেলার

রেহানা মরিয়ম নূরের দূর্দান্ত সাফল্য আজমেরি হক বাঁধনের উপর বাড়ালো দর্শকের প্রত্যাশা। প্রত্যাশার পালে এবার হাওয়া দিল বাঁধনের নতুন কাজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ব্যানারে নির্মিত কলকাতার ওয়েব সিরিজটির ট্রেলার হইচইয়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল আজ।

বাংলাদেশি থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের বিখ্যাত উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এতে প্রধান চরিত্র মুশকান জুবেরীর ভূমিকায় থাকছেন আজমেরি হক বাঁধন।

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি মূলত একটি রেস্টুরেন্ট। যার মালিক মুশকান জুবেরী নামক রহস্যময়ী মহিলা৷ রেস্টুরেন্টের সবই কেমন যেনো রহস্যে ঘেরা। সেটি উদঘাটনে নেমে পড়েন একজন সাংবাদিক। আসলেই কি তিনি সাংবাদিক?

বাঁধন ছাড়াও মূখ্য চরিত্রগুলোতে আরও অভিনয় করেছেন রাহুল বোস, অনির্বাণ, অঞ্জন দত্ত। ট্রেলারে বেশ থ্রিল জমিয়ে দর্শকের আগ্রহ বাড়ালো। আগস্টের ১৩ তারিখ হইচইয়ে মুক্তি পাবে এটি।