মুস্তাফিজে ভীত-সন্ত্রস্ত অজি শিবির

0
মুস্তাফিজে ভীত-সন্ত্রস্ত অজি শিবির

দুই ম্যাচ শেষে সিরিজে সবচেয়ে বেশি উইকেট মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে দুই, পরেরটায় তিন শিকার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বল খেলতে নাভিশ্বাস উঠেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। তৃতীয় ম্যাচের আগে তাই তাকে নিয়ে বাড়তি মনোযোগ অজি শিবিরে।

আইপিএলে ফিজকে খুব কাছ থেকে দেখেছেন অজি অলরাউন্ডার ময়েজেস হেনরিকস। হেনরিকসের কাছে মনে হলো, এই মুস্তাফিজ আইপিএলের চেয়ে বেশি ভয়ানক।

অকপটে বললেন, ‘সত্যি বলতে মিরপুরের পিচে ওকে বেশি বিধ্বংসী মনে হচ্ছে। ওর বল খেলা খুবই কঠিন। সে তার ক্লাস দেখিয়ে দিয়েছে আমাদের।’

সিরিজে ফিরতে হলে জিততে হবে অজিদের। জিততে হলে ফিজকে সামলাতে হবে। ফিজের বল মোকাবেলা করতে হোমওয়ার্ক করছে অজিরা, বললেন অ্যাস্টন অ্যাগার। ‘সে বেশ ভোগাচ্ছে আমাদের। বুঝতেই পারছি না। স্লোয়ার আর কাটারগুলো ভয়ংকর।’

হেনরিকস আর অ্যাগারের ভীত-সন্ত্রস্ত স্বীকারোক্তিই বলে দেয় এই সিরিজে কতটা দাপুটে কাটার মাস্টার। এমন মুস্তাফিজকে দেখেই তো অভ্যস্ত বাংলাদেশ, নিজের দিনে যিনি বাঁকিয়ে দেন বাঘা বাঘা ব্যাটসম্যানের শিরদাঁড়া।