পুরনো ছন্দে মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের কাটারে দিশেহারা অস্ট্রেলিয়ার ব্যাটিং। জশ ফিলিপ ও অজি দলপতি ম্যাথু ওয়েডকে করা বোল্ডগুলো চোখে তৃপ্তি দেবে বহুদিন।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ছিলেন আলোকিত। আজ সন্ধ্যায় মিরপুরের হাজার ওয়াটের বাতি ছাড়িয়ে সবটুকু আলো নিজের করে নেন ফিজ। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট এনে দেয় তাকে ম্যাচসেরার পুরস্কার।
শুরুতে মুস্তাফিজ, শেষে আফিফ। দুই বামহাতির ভেল্কিতে কুপোকাত ক্যাঙ্গারুরা। বল হাতে অজি ব্যাটিং ধসান ফিজ। বা’হাঁতের ভেলকিতে অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে ছেলেখেলা করেন ব্যাটসম্যান আফিফ। তরুণ আফিফ হাসান ধ্রুব’র আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ধ্রুবতারার মশাল জ্বালে বাংলাদেশ।
৬৭ রানে পাঁচ উইকেট যাবার পর নুরুল হাসান সোহানকে সাথে করে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে বীরের বেশে মাঠ ছাড়েন ৩১ বলে অপরাজিত ৩৭ রান করা আফিফ। পান ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব।