তসলিমা নাসরীন
মৃত্যুর পর শ্রদ্ধা নিবেদনের হিড়িক পড়ে যায়। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই শ্রদ্ধেয়দের জীবদ্দশায়। জীবনে বিশ্বাস আমার, মরণে নয়।
মৃত্যুর খবর পেলে আমি ছুটে যাই না মরা মুখ দেখতে। মানুষের হাসিখুশি জীবন্ত মুখ দেখতে আমি পছন্দ করি।
স্নেহ শ্রদ্ধা ভালোবাসা তখনই দিতে চাই, যখন তাঁরা সেসব প্রাণভরে গ্রহণ করে আনন্দে উজ্জ্বল হয়ে উঠতে পারেন। আমি আনন্দে বিশ্বাস করি, নিরানন্দে নয়।
- ফেসবুক থেকে সংগৃহীত