লিওনেল মেসি এখন প্যারিসে। কয়েকদিন আগেই বার্সার সাথে সম্পর্কচ্ছেদ করে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের ক্লাবে। ৩৪ বছর বয়সী মেসি সপরিবারে বর্তমানে অবস্থান করছেন প্যারিসের বিলাসবহুল হোটেল লে রয়্যাল মনোসোতে। মেসির জন্য বাসা খুঁজে দিতে হয়তো লাগবে আরো সময়। ততদিন পর্যন্ত নিজ বাসায় সপরিবারে মেসিকে থাকার আমন্ত্রণ জানালেন সাবেক এই বার্সা তারকার চিরপ্রতিদ্বন্দ্বী সার্জিও রামোস।
লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক এখন পিএসজিতে। বেশ কয়েক সপ্তাহ পার হলো রামোস পিএসজির চুক্তি।
ফরাসি সংবাদমাধ্যম এল পাইস’এর প্রতিবেদন অনুযায়ী, রামোস মেসিকে বলেছেন, তিনি যদি হোটেলে থাকতে না চান তাহলে সপরিবারে তার বাড়িতে যেন ওঠেন।