মেসি একটি আবেগের নাম…

0
মেসি একটি আবেগের নাম

৭৭৮ ম্যাচ, ৬৭২ গোল, ৬ ব্যালন ডি’অর। আরও কত কী! পরিসংখ্যান যতটা মোহনীয়, লিওনেল মেসি এর’চে ঢের বেশি। টিস্যু পেপারে তড়িঘড়ি স্বাক্ষর করিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা থেমে গেল। কিন্তু বার্সেলোনার ইতিহাসের শ্রেষ্ঠতম ফুটবলারকে ভক্তরা ভালোবেসে যাবে আমৃত্যু।

গত ৩০ জুন বার্সার সাথে চুক্তি শেষ হবার পর ১ জুলাই থেকে ফ্রি এজেন্ট হয়ে যান মেসি। অন্য কোথাও পাড়ি জমাবেন, না-কি বার্সাতেই থাকবেন সেটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি জানা যায়, অর্ধেক বেতন কমিয়ে বার্সাতেই থাকছেন তাদের প্রাণভোমরা।

কিন্তু, উড়ে গেলেন তিনি। যেমন করে উড়ে যায় পাখি। মেসির বিদায় মানতে পারছেন না ভক্তরা। কেউ কেউ তো ফুটবলকেই ঘৃণা করা শুরু করেছেন। মেসির সতীর্থ পেদ্রি লিখেছেন, ‘আই হেইট ফুটবল’। আবেগ কি আর পেশাদারিত্ব মানে!

ইন্সটাগ্রাম, ফেসবুকের অফিশিয়াল পেজগুলায় বার্সেলোনার ফলোয়ার কমছে। অতি আবেগি অনেক ভক্ত বলছেন, শেষ মূহুর্তে ন্যু ক্যাম্পেই ফিরবেন মেসি।

সেটি সময় বলবে। তার আগে ফুটবল দুনিয়া নিশ্চল মূর্তি হয়ে আছে মেসির প্রস্থানের খবরে।