মধ্যরাতে বিবৃতি দেয় বার্সেলোনা। কাতালান কিংদের জার্সি আর গায়ে চাপাবেন না লিওনেল মেসি। ফেসবুকে অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আর থাকছেন না বার্সেলোনায়।
‘বার্সা ও মেসি দুই পক্ষই চুক্তি সম্পাদনের ব্যাপারে ইচ্ছার কথা প্রকাশ করলেও আর্থিক এবং কাঠামোগত প্রতিবন্ধকতায় তা আর সম্ভব হচ্ছে না।’- এমন কথায় কেঁপে ওঠে ভক্তদের বুক।
স্প্যানিশ দৈনিক মার্কার মতে, মেসির বার্সায় থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিলো। ক্রীড়া খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিভিসিকে নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা তাদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সিভিসির সঙ্গে লা লিগার চুক্তির ফলে বার্সেলোনা পেতে পারত প্রায় ২৭ কোটি ইউরো। কিন্তু সেক্ষেত্রে সুপার লিগ আয়োজনের ভাবনা থেকে সরে আসতে হবে তাদের। লা লিগার এমন শর্তই বার্সেলোনাকে ঝামেলায় ফেলেছে। মেসি না সুপার লিগ, কঠিন পরিস্থিতিতে পড়ে তারা। এই অবস্থায় মেসিকে বিসর্জন দিতে হয়।
বার্সা আর লিও, একই বৃন্তে দু’টি ফুল। মেসির অবদানকে গভীরভাবে স্মরণ করে সামনের দিনগুলির জন্য শুভকামনা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা।