মেসি-রোনালদো এবারও একে অপরকে ভোট দেননি

0
এবারও একে অপরকে ভোট দেননি

২০১৭ সালের ফিফা বর্ষসেরা নির্বাচনের ফলাফল গতকাল রাতে লন্ডনের পলেডিয়াম থিয়েটারে প্রকাশিত হলো। সেরার দৌড়ে নেইমার-মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরার মুকুট লুফে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারও ভোটের বেলায় মেসি ও রোনালদো কেউ কাউকে ভোট দেননি!

এবারও একে অপরকে ভোট দেননি

জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়। রোনালদো ৪৩.১৬ শতাংশ, মেসি ১৯.২৫ শতাংশ আর নেইমার পেয়েছেন ৬.৯৭ শতাংশ ভোট।

ভোট তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা গেছে, আগের মতো এবারও কেউ কাউকে ভোট দেননি মেসি ও রোনালদো। অপরদিকে নিজের দেশ থেকেই পুরোপুরি সমর্থন পাননি নেইমার। টানা দ্বিতীয়বারের মতো ব্রাজিল কোচ তিতে এবারও প্রথম পছন্দ হিসেবে বাছাই করে নিয়েছেন পর্তুগিজ স্টারকে। পরে নেইমারকে।

কে কাকে ভোট দেন, এমন তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যেখানে দেখা যায়, মেসি তার তিন ভোটের মধ্যে এক ভোট নেইমারকে, এক ভোট লুইস সুয়ারেজ আর বাকি এক ভোট দেন আন্দেস ইনিয়েস্তাকে।

অপরদিকে মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো তার ভোট দেন যথাক্রমে লুকা মডরিচ, সার্জিও রামোস এবং মার্সেলোকে। এদিকে ব্রাজিল ফুটবল দলের দলনেতা ডি সিলভা তার তিন ভোট ভাগ করে দেন নেইমার, মেসি এবং রোনালদোকে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে