ম্যাকমাস্টারের পরিবর্তে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন বোল্টন

0
Bolton

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে জেনারেল এইচ আর ম্যাকমাস্টারের পরিবর্তে জন বোল্টনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগামী ৪ এপ্রিল থেকে দায়িত্ব নেবেন বোল্টন। আর ম্যাকমাস্টার অসাধারণ দায়িত্ব পালন করেছেন। তাঁকে ধন্যবাদ।’ তিনি বলেন, তাঁরা আজীবন বন্ধু থাকবেন।
Bolton
ট্রাম্প দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে সরিয়ে ম্যাকমাস্টারকে দায়িত্ব দিয়েছিলেন। আর ১৪ মাসের মধ্যে এই পদে তৃতীয় দফায় পরিবর্তন এলো। জন বোল্টন হলেন সাবেক প্রেসিডেন্ট রেগান ও বুশ আমলের প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের সাবেক মার্কিন দূত।

ফক্স নিউজে দেওয়া জন বোল্টনের সাক্ষাৎকারের বরাত দিয়ে বিবিসি জানায়, উত্তর কোরিয়া ও ইরানে আক্রমণ করার মতো সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে দায়িত্ব দিচ্ছেন।

ট্রাম্প প্রশাসনে সম্প্রতি বেশ কয়েকটি রদবদল হলো। ম্যাকমাস্টারের আগে পরারাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করে সিআইএপ্রধান মাইক পম্পিওকে স্থলাভিষিক্ত করা হয়।