ম্যানচেস্টার সিটির আরেকটি মাইলফলক

0
ম্যানচেস্টার সিটির আরেকটি মাইলফলক

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক রেকর্ড গড়েছে। প্রিমিয়ার লিগ যুগের প্রথম দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ গোল করার কীর্তি গড়ে সিটিজেনরা।

ম্যানচেস্টার সিটির আরেকটি মাইলফলক

শনিবার বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে সার্জিও আগুয়েরো জোড়া গোল করেন। একটি করে গোল করেন রাহিম স্টারলিং ও দানিলো। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৭তম জয় পেল পেপ গার্দিওলার দল।

ম্যানচেস্টার সিটির ২০১৭ সালে ১০০ গোল পূর্ণ হয় আগুয়েরোর জোড়া গোলের পর স্টারলিং তৃতীয় গোল করলে। এরপর খেলার শেষ মুহূর্তে দানিলো বোর্নমাউথের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

গত ৩৫ বছরে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে এক বছরে ১০০ গোল করার কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। ১৯৮২ সালে ১০০ গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করেছিল লিভারপুল। তবে প্রিমিয়ার লিগের বর্তমান ফরম্যাটে সিটি ছাড়া কোনো দলেরই এই কীর্তি নেই।

চলতি বছর ১০১ গোল করা ম্যানচেস্টার সিটি সংখ্যাটিকে আরো সমৃদ্ধ করতে পারবে। আগামী বুধবার নিউ ক্যাসল ইউনাইটেডের মাঠে খেলতে নামবে পেপ গার্দিওলার দল। এরপর নতুন বছরের দুদিন আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে ইতিহাদ স্টেডিয়ামের দলটি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে