ম্যানসিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতলো লিস্টার সিটি

0
ম্যানসিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতলো লিস্টার সিটি

ইংলিশ ফুটবলের নতুন মৌসুম শুরু হয় মর্যাদার কমিউনিটি শিল্ড দিয়ে। অর্ধশতাব্দী পুরনো প্রথা মেনে ফুটবলের নতুন মৌসুম মাঠে গড়ায় আগের মৌসুমের লিগ ও এফএ কাপ জয়ী দলের মধ্যকার লড়াই দিয়ে। শিরোপার এই লড়াই কমিউনিটি শিল্ড নামে পরিচিত।

এবারের কমিউনিটি শিল্ডের লড়াইয়ে মুখোমুখি হয় লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং এফএ কাপ জয়ী লিস্টার সিটি। দুই সিটির খেলায় বিজয়ীর হাসি লিস্টারের ঠোঁটে। ১-০ গোলে ম্যানচেস্টারের নীল সেনাদের হারিয়েছে লিস্টার।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে একে অপরের রক্ষণ কাঁপায় দুই দল। টান টান উত্তেজনায় জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে সিটি মিডফিল্ডার গুন্দোগানের ফ্রিকিক চমৎকারভাবে রুখে দেন লিস্টার গোলকিপার স্মাইকেল। অন্যদিকে লিস্টারের ম্যাডিসন, জিমি ভার্ডিদের গোল বঞ্চিত করেন সিটি কিপার জ্যাক স্টেফেন।

ম্যাচের শেষ দিকে সিটি ডিফেন্ডার নাথান ডি বক্সে ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ব্রেন্ডন রজার্সের লিস্টার। সুযোগ কাজে লাগাতে ভুল করেনি তারা। স্পটকিক থেকে গোল করে দলকে শিরোপা উৎসবে মাতান কেলেচি ইহিয়ানাচো। তার একমাত্র গোলই হয়ে রইলো লিস্টারের শিরোপা দিয়ে মৌসুম শুরুর রসদ।