যাত্রা শুরু করলো মিডিয়ার ওটিটি ‘সিনেবাজ’

0
যাত্রা শুরু করলো মিডিয়ার ওটিটি 'সিনেবাজ'

সময় এখন কনটেন্টের। সময় এখন ওটিটি প্ল্যাটফর্মের। দিন কয়েক আগে যাত্রা শুরু ‘চরকি’। এবার উদ্বোধন হয়ে গেল ‘সিনেবাজ’ এর। বিনোদন এখানেই স্লোগান নিয়ে পথচলা শুরু হলো শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম সিনেবাজ।

রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন আয়োজিত হয়। অ্যাপসটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। শাপলা মিডিয়ার ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমাটি দিয়ে সিনেবাজ তাদের স্ট্রিমিং শুরু করে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘সিনেমা, ওয়েব সিরিজ, নাটক, সিরিয়ালগুলো এখন অনলাইনে মুক্তি দেওয়া হচ্ছে। ওটিটির দর্শক বাড়ছে ক্রমাগত। আমরা সময়ের প্রয়োজনে নতুন প্ল্যাটফর্ম নিয়ে এলাম’।

সিনেবাজ অ্যাপে টুঙ্গিপাড়ার মিয়াভাই বিনামূল্যে দেখা যাবে। মুক্তির অপেক্ষায় রয়েছে- আগস্ট ১৯৭৫, কমান্ডো, বিদ্রোহী বিক্ষোভ, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, চক্করসহ একাধিক সিনেমা।

এসব সিনেমায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় তারকারা। এগুলো ছাড়াও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত নতুন পুরনো সকল সিনেমা দেখা যাবে সিনেবাজ অ্যাপে।