কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ডেলটার আক্রমণে যুক্তরাষ্ট্রে আবার নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ। এদিকে টিকার প্রতি আগ্রহ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে করোনা টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ ডলার উপহার দেওয়ার ব্যাপারে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জানা গেছে, ভ্যাকসিন প্রদানের গতি কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে জনগণকে ভ্যাকসিনের প্রতি উৎসাহী করে তুলতে ১০০ মার্কিন ডলার করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি সেবাখাত ও কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা যেন করোনা টিকা গ্রহণ করে সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাধ্য নয়, প্রেসিডেন্ট কেন্দ্রীয় প্রশাসন ও সরকারি সেবাখাতের কর্মকর্তা-কর্মচারীদের টিকা নেওয়ার আহ্বান করেছেন। যারা ভ্যাকসিন নিতে আগ্রহী না, তাদের নিয়মিত করোনা টেস্ট করানো, সামাজিক দূরত্ববিধি, নিয়মিত মাস্ক পরা ও ভ্রমণ বিষয়ক সীমাবদ্ধতা মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি।