কদিন আগে দেশের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে নাসির হোসেন সংবাদ শিরোনাম হলেন দলে ফিরে। আর মাহমুদউল্লাহ দল থেকে বাদ পড়ে। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা হয়নি তার। মাত্র এক সিরিজ পরই ছিটকে গেলেন দল থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স আহামরি কিছু ছিল না, তবে তার চেয়ে খারাপ পারফরম করে যেখানে টিকে গেছেন অনেকে, সেখানে তার বাদ পড়ায় প্রশ্নের জন্ম দেওয়াটা স্বাভাবিক। তার ব্যাখ্যাও অবশ্য দিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ও দলের কম্বিনেশনের কথা মাথায় রেখেই বাদ দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে একেবারেই সুবিধা করতে পারেননি নাসির। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশ্য ৪৫ রানের কার্যকরী একটা ইনিংস খেলছিলেন তিনি। দুই টেস্ট মিলিয়ে ৭৩ রান করা এই নাসিরের বাদ পড়ার কারণ ব্যাখ্যায় কম্বিনেশন ও কন্ডিশনের বিষয় সামনে এনেছেন নান্নু।
প্রধান নির্বাচকের ব্যাখ্যাটা এমন, ‘আমরা কিন্তু দুইভাবে ক্রিকেট খেলি। হোমে একরকম, বিদেশে একরকম। এই ভারসাম্য রাখতেই আমরা দুইভাবে চিন্তা করি। আমাদের একটা পুল আছে, সেখান থেকেই আমরা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করছি অথবা বাদ দিচ্ছি।’ এরপরই বলেছেন আসল কথা, ‘এখানে দলের পরিকল্পনা, কন্ডিশন ও কম্বিনেশনের চিন্তা করেই বাদ দেওয়া হয়েছে নাসিরকে। বাউন্সি উইকেটে ব্যাটিং সক্ষমতার কথা চিন্তা করে ওকে বাদ দেয়া হয়েছে।’
নাসির ছিটকে গেলেও কপাল খুলেছে মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে বাইরে থাকা এই অলরাউন্ডারের খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজেও। তিন ম্যাচ শেষে আবার তিনি ফিরেছেন পাঁচ দিনের ক্রিকেটে।