আগের খেলায় কোস্টারিকার বিরুদ্ধে ২-০ গোলে পাওয়া মনোবল বাড়ানো জয়ের ওপর ভর করে ২০১৮ বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে চায় ব্রাজিল। সেজন্য অবশ্য আজ মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে সার্বিয়ার বিরুদ্ধে ‘ই’ গ্রুপের শেষ খেলায় ড্র করতে হবে কোচ তিতের দলকে।
শেষ ষোলোয় পৌঁছাতে হলে ব্রাজিলের বিরুদ্ধে জিততে হবে সার্বিয়াকে। তবে ড্র হলেও চলতে পারে যদি গ্রুপের অপর খেলায় সুইজারল্যান্ড একই সময়ে কোস্টারিকার কাছে একাধিক গোলের ব্যবধানে হারে।
ফেবারিট ব্রাজিল তাদের প্রথম দুই খেলায় সুনাম অনুযায়ী খেলতে পারেনি। সুইসদের সাথে প্রথম খেলায় ১-১ ড্রয়ের পর কোস্টারিকার বিরুদ্ধে গোল দুটি পায় ইনজুরি সময়ে। তারপরও জয়টি পাঁচবারের চ্যাম্পিয়নদের মনোবল বাড়ায়।
অবশ্য কোচ তিতে জানেন তাদের সব বিভাগে উন্নতি করতে হবে। বিশেষ করে তাদের যে মেধা আছে। এক্ষেত্রে যদিও নেইমার নির্ভরতা কমবে না। বরং সবার চোখ থাকবে বিশ্বের সবচাইতে দামি ফুটবলারটির দিকে। কারণ নেইমারও এখন পর্যন্ত নিজের সুনামের সুবিচার করে খেলতে পারেননি।
ধারণা করা হচ্ছে ব্রাজিল আগের খেলার দলটিকেই নামাবে সার্বিয়ার বিরুদ্ধে। সার্বিয়া খেলতে নামবে সুইজারল্যান্ডের কাছে ১-২ গোলের হারটির পর। কাজেই ব্রাজিলের সাথে লড়তে হলে নিজেদের খেলাকে আরো উন্নত করতে হবে তাদের। কারণ ব্রাজিলের আছে নেইমার ছাড়াও ফিলিপ কোটিনহো এবং গ্যাব্রিয়েল জেসুসের মতো ফুটবলার।
বলকানের এ দলটিকে ব্রাজিল এর আগে ১৯৩০ ও ১৯৩৪ সালে হারিয়েছিল। তখন সার্বিয়া খেলেছিল যুগোশ্লাভিয়া নামে।