রকেট লঞ্চারসহ হিজবুল্লাহ সদস্যদের আটক করল লেবাননের গ্রামবাসী

0
রকেট লঞ্চারসহ হিজবুল্লাহ সদস্যদের আটক করল লেবাননের গ্রামবাসী

রকেট লঞ্চারসহ বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যদের আটক করেছে লেবাননের ক্ষুদ্ধ গ্রামবাসী।

লেবাননের ইসরায়েলের সঙ্গে সীমান্ত জেলা হাসবাইয়ার দ্রুজে এলাকার শোয়াইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরব গণমাধ্যম সূ্ত্রে জানা যায়, লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করে ইসরাইলের দিকে লক্ষ্য করে গোলার্ষণের সময় তাদের আটক করেন স্থানীয় গ্রামবাসী।

শোয়াইয়া গ্রামটির বাসিন্দারা মূলত সুন্নি মতবাদের বিশ্বাসী। শিয়া সংগঠন হিজবুল্লাহর যুধ্বংদেহী তৎপরতায় তারা বেশ কয়েক মাস যাবৎ বিরক্ত প্রকাশ করছে।

স্থানীয় গ্রামবাসী আটক রকেট রঞ্চারটি লেবাননের সেনাবাহিনী ডেকে এনে তাদের কাছে হস্তান্তর করেছে।

আটক করার কারণ হিসেবে জানতে চাইলে গ্রামবাসীরা জানান, আবাসিক এলাকা থেকে এভাবে রকেট নিক্ষেপ করতে থাকলে ইসরাইল পরবর্তীতে তাদের গ্রাম বোমা মেরে নিশ্চিহ্ন করে দেবে। এ-কারণেই তাদের আটক করা হয়েছে।