রাজধানীতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

0
রাজধানীতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

রাজধানী ঢাকার ধামরাইয়ে যৌতুকের জন্য স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী মো. জাফরসহ ৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। আসামি জাফরের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

অন্য আসামিরা হলেন- জাফরের বোন রোকেয়া, সালেক, জাহাঙ্গীর, আব্দুর রহিম ও ফেলা মিয়া। আসামিদের মধ্যে জাফর ছাড়া বাকি সবাই পলাতক।

২০০৩ সালে আসামি জাফরের সঙ্গে সামিনার বিবাহ হয়। বিবাহের সময় ১৬ হাজার টাকা যৌতুক হিসেবে দেয়ার কথা ছিল। ৬ হাজার টাকা দিতে পারলেও বাকি ১০ হাজার টাকা বিয়ের সময় দেয়া হয়নি। এ কারণে মাঝেমধ্যেই স্বামী জাফর ও ননদ রোকেয়া সামিনাকে মারধর করতেন।

এরপর ২০০৫ সালের ৭ জুন রোকেয়ার সৈয়দপুরের বাসায় বেড়াতে যায় সামিনা। ওই দিন বিকাল ৩টার দিকে রোকেয়ার ঘরে সামিনার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় সামিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সামিনা মারা যান। মৃত্যুর আগে সামিনার জবানবন্দি নেয়া হয়।

নিহত সামিনার মা নাজমা বেগম ২০০৫ সালের ৯ জুন বাদী হয়ে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ওই থানার এসআই রফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

২০০৬ সালের ২৮ জুন প্রথম দফায় এবং ২০০৮ সালের ৬ জানুয়ারি দ্বিতীয় দফায় আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত।