রিয়ালকে হারিয়ে নকআউট নিশ্চিত করল টটেনহাম

0
রিয়ালকে হারিয়ে নকআউট নিশ্চিত করল টটেনহাম

রিয়াল মাদ্রিদ হারের বৃত্তেই আটকে থাকল। শুরুতে পুঁচকে জিরোনার কাছে হেরে বসার দুঃখ ভুলতে টটেনহামের বিপক্ষে জয় জরুরি ছিল স্প্যানিশ জায়ান্টদের। তবে ফের হোঁচট খেল তারা। চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাবটির কাছে ৩-১ গোলে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রিয়ালকে হারিয়ে নকআউট নিশ্চিত করল টটেনহাম

টটেনহাম এই জয়ে দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করল। জোড়া গোল করে দলকে এই পর্যায়ে আসীন করতে মূল নায়কের ভূমিকা পালন করেছেন দেলে আলি।

বুধবার রাতে ওয়েম্বলিতে শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। ২০ মিনিটেই গোল খেয়ে বসতে পারত লস ব্লাঙ্কোজরা। এসময় মার্সেলোর ভুলে গোলে হজম করতে বসেছিল তারা। তবে সেই যাত্রায় রক্ষা পায় দলটি।

এই যাত্রায় বেঁচে গেলেও বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। ২৭ মিনিটে গোল করে স্পার্সদের উল্লাসে ভাসান দেলে আলি। স্প্যানিশ এই প্রতিপক্ষের জালে স্পার্স কোনো খেলোয়াড়ের এটিই প্রথম গোল।

পিছিয়ে পড়ে গোল পেতে জোর প্রচেষ্টা চালায় রিয়াল। সুযোগও পায় অতিথিরা। তবে প্রথমার্ধে তা কাজে লাগাতে পারেননি তারা।

বিরতি থেকে ফিরে কৌশল পাল্টে ফেলে টটেনহাম। রক্ষণাত্মক না খেলে বল দখলে রেখে আক্রমণের চেষ্টা করে দলটি। এর ফলও হাতেনাতে পায় তারা। এবারো নায়ক আলি। ৫৬ মিনিটে তার নেয়া বিদ্যুৎ গতির শট সার্জিও রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ইংলিশ মিডফিল্ডারের গোলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া আক্রমণ চালায় রিয়াল। এতে ঘটে হিতে বিপরীত। আক্রমণে উঠলেই ফাঁকা হয়ে যাচ্ছিল নিজেদের ঘর। সেই সুযোগে দারুণ এক প্রতি আক্রমণে টটেনহামে ব্যবধান আরো বাড়ান ক্রিশ্চিয়ান এরিকসন। ৬৫ মিনিটে হ্যারি কেনের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ডেনমার্কের এই মিডফিল্ডার।

এতে জিনেদিন জিদানের দলের হার প্রায় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৮০ মিনিটে দলের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন রোনালদো। এবারের আসরে সিআরসেভেনের এটি ষষ্ঠ গোল।

এই জয়ে রিয়ালের বিপক্ষে জয়খরা ঘোচাল টটেনহাম। তাদের বিপক্ষে ষষ্ঠবারের দেখায় জয়ের স্বাদ পেল মাউরিসিও পচেত্তিনোর দল। আগের পাঁচবারের লড়াইয়ে ৩টি জিতেছিল রিয়াল, ২টি হয়েছিল ড্র।

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপে ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহাম। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে